Sunday, October 12, 2025
HomeHEALTH & FITNESSহ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কেন ছড়াচ্ছে, জলবসন্তের সাথে পার্থক্য কী?

হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কেন ছড়াচ্ছে, জলবসন্তের সাথে পার্থক্য কী?

হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বাংলাদেশি খুব একটা হয় না। তবে চিকিৎসকরা বলছেন, ইদানিং রোগটি আগের চেয়ে কিছুটা বেশি দেখা যাচ্ছে। এটি ছোঁয়াচে এবং মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের হতে পারে। এর লক্ষণগুলোর সাথে জল বসন্তের মিল রয়েছে। তাই অনেক সময় এটিকে জল বসন্তের সাথে মিলিয়ে ফেলেন অনেকেই।

যেভাবে পার্থক্য বুঝবেনঃ

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিভাগের চিকিৎসক ডক্টর রওনক জাহান বলেছেন, হ্যান্ড অ্যান্ড মাউথ ডিজিজ এবং জলবসন্ত দুটোই ভাইরাসজনিত অশোক। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ গলাব্যথা, জ্বর এবং খাবারে অরুচি প্রথমদিকের উপসর্গ। এর কয়েকদিন পর মুখ ও জিহবা পুচযুক্ত ঘায়ের মতো ফুসকুড়ি হয়, যাতে ব্যথা হতে পারে, খেতে কষ্ট হতে পারে। এই অসুখের হাত এবং পায়ের ত্বকের রঙ অনুযায়ী গোলাপি, লাল অথবা কালো রঙের উঁচু গোটা দেখা দেয়। পরে তা পানিযুক্ত ফুসকুরির মত হয়ে ওঠে। বেশিরভাগ সময় হাত পা এবং জিহ্বায় ফুসকুড়ি দেখা দেয়। তবে উরু অথবা নিতম্বে ও মাঝে মাঝে হয়ে থাকে। শিশু এবং বড়দের একই রকম লক্ষণ থাকে।

তবে পাঁচ বছরের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো বেশি কষ্টদায়ক হয়। অশোক টি একাধিকবার হতে পারে। আর জল বসন্তের ক্ষেত্রে জ্বরের সাথেই শরীরের ব্যথা হয়, এর তিন চারদিন পর গোটা দেখা দেয়। তবে শুধু হাত বা পায়ে নয় সারা শরীরে হতে পারে। শরীরের নির্দিষ্ট যেকোন স্থানে হতে পারে জলবসন্ত। মাথায় এমন কি যৌনাঙ্গ হতে পারে। জল বসন্তের গোটাগুলোতে তরল পদার্থ থাকে, সারা শরীরে একই ধরনের যা পেকে ওঠে এবং এক পর্যায়ে ফেটে যায়। এসময় আরো নতুন গোটা দেখা দিতে পারে। জল বসন্তের একটি বড় পার্থক্য হল এর গোটা গুলো খুব চুলকায়। জলবসন্ত বড়দের ক্ষেত্রে বেশি কষ্টদায়ক হয়। জলবসন্ত রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষতিসাধন করে। সাধারণত একবার জলবসন্ত হলে দ্বিতীয় বার তা হয়না। একের অধিক জলবসন্ত হওয়া খুবই বিরল।

হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কিভাবে ছড়ায়?

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা আইডিসির তথ্য মতে, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ছোঁয়াচে এবং আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহের বেশি ছড়ায়। রোগীর শরীরের সাথে সরাসরি সংস্পর্শ, আক্রান্ত হওয়ার পর গোটা থেকে বের হওয়া তরল পদার্থ, হাঁচি-কাশির মাধ্যমে ড্রপলেট ছড়ায়, মুখের লালা, সর্দি মলের মাধ্যমে এর সংক্রমণ হতে পারে। ডক্টর নুরজাহান বলছেন সাধারণত বর্ষার সময় এটি বেশি হয়ে থাকে।

বাংলাদেশে অশোকটি কম হয়। ভুটান মাউথ নামে গবাদিপশুর একটি অশোক রয়েছে, যা একনয়। সিডিসি তথ্যমতে, জলবসন্ত খুবই ছোঁয়াচে। কোন রোগীর সরাসরি সংস্পর্শে এলে, এটি ছড়ায়। আসক্তির লক্ষণ দেখা দেয়ার প্রথম এক থেকে দুই দিন এটি সবচেয়ে বেশি ছড়ায়। একজন আক্রান্ত ব্যক্তির কাছের মানুষদের 90 শতাংশের এই অসুখটি হওয়ার সম্ভাবনা রয়েছে। রওনক জাহান বলেছেন, সাধারণত শীতের শেষে এবং বসন্ত মৌসুমী এটি বাংলাদেশের বেশি দেখা দেয়।

রোগ দুটির চিকিৎসা কি?

হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস এই অসঙ্গতির চিকিৎসা হিসেবে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছে। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ অসুখের কোন এন্টিবায়োটিক ওষুধ নেই। সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে অসুখটি সেরে যায়। এসময় চিকিৎসকেরা প্রচুর পরিমাণে পানি খেতে বলেন। ফলের জুস খেতে নিষেধ করেন। নরম খাবার খাওয়ার কথা বলেন, বেশি মসলাযুক্ত খাবার খেতে পালন করা হয়। ওষুধ হিসেবে শুধু প্যারাসিটামল সেবন করতে বলা হয়। এনএইচএস এর তথ্য মতে, জলবসন্ত ঠিক কোন ওষুধ নেই। এক্ষেত্রে শুধু প্যারাসিটামল আর চুলকানির জন্য সাথে এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করতে বলা হয়।

প্রচুর তরল খেতে বলা হয় ঢীলা কাপড় পড়তে বলা হয় যাতে গোটাগুলোর সাথে ঘষা না খায়। ঠাণ্ডা পানিতে গোসল করলে আরাম লাগতে পারে, হাতের নখ কেটে ফেলা এবং শিশু হলে হাতের মোজা পরিয়ে দেয়া যেতে পারে, যাতে চুলকাতে গিয়ে গোটাগুলোর আরো খারাপ অবস্থা না হয়, আক্রান্ত ব্যক্তিকে দূরে রাখা, সংক্রমণ থেকে নিজেকে রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। আক্রান্ত ব্যক্তির উচিত গর্ভবতী, নবজাতক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা।

কখন ডাক্তারের শরণাপন্ন হবেন?

এন এইচ এস এর তথ্য মতে, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হওয়ার পর শিশুর শরীর যদি পানিশূন্য হয়ে পড়ে, উচ্চ তাপমাত্রায় জল হয়, জ্বরের সময় শীত লাগে, যদি 7 থেকে 10 দিনের মধ্যে লক্ষণগুলো ভালো না হয় বা আপনি যদি গর্ভবতী অবস্থায় এতে আক্রান্ত হন তাহলে চিকিৎসকের শরণাপন্ন হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments